মালয়েশিয়া বাংলাদেশে পাম অয়েলের মূল্য সংযোজন শিল্পে বিনিয়োগে আগ্রহী

শেয়ার করুন           মালয়েশিয়া বাংলাদেশে পাম অয়েল রপ্তানি বহুমুখীকরণ এবং পাম অয়েলের মূল্যসংযোজন সংক্রান্ত শিল্পেবিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলামসারোয়ার ও মালয়েশিয়ার প্লান্টেশন, ইন্ডাস্ট্রিজ ও কমোডিটি মিনিস্টার দাতুক হাজাহ জুরাইদা কামারউদ্দিন-এর সাথে পুত্রজায়াতে সৌজন্য সাক্ষাতকালে মালয়েশিারমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি মালয়েশিয়ার পামওয়েলসেক্টরের বিকাশে বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন যে, মালয়েশিয়া এশিয়ার দেশগুলোতে পাম অয়েলের বাজার সম্প্রসারণে আগ্রহী। এ লক্ষ্যে তিনি পামঅয়েলের উৎপাদন ও এর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নিরবচ্ছিন্ন শ্রমিক সরবরাহ, আবাসন সমস্যা নিরসনসহ শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারো পকরেন। হাইকমিশনার মোঃ … Continue reading মালয়েশিয়া বাংলাদেশে পাম অয়েলের মূল্য সংযোজন শিল্পে বিনিয়োগে আগ্রহী